নরসিংদী প্রতিনিধি : সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠক বৃহস্পতিবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক সুজন নরসিংদী জেলা আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজন সভাপতি মোজাম্মেল হক।
মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে। কিন্তু স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণজয়ন্তী অতিক্রম হলেও সেই স্বপ্ন আজও পুরণ হয়নি দাবি করে বক্তব্য রাখেন, সুজনের সহকারী সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমান, হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার ও সুজনের ভলান্টিয়ার আহসানুল কবির, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, শিক্ষক নেতা ও সমাজ সেবক আবুল হারিছ রিকাবদার, মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন নরসিংদীর সেক্রেটারী হলধর দাস। সুজনের কী-নোট পাঠ করেন সদর শাখা সুজনের সভাপতি মনজিল-এ- মিল্লাত।