• নরসিংদী
  • মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে এইচ এস ফাউন্ডেশনের যাত্রা শুরু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪৫ পিএম
পলাশে এইচ এস ফাউন্ডেশনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীতে আমেরিকা প্রবাসী সোহেল রানার ব্যক্তিগত উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিকিৎসার জন্য অর্থ সহায়তাসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার রাতে জেলার পলাশ উপজেলার জিনারদী বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হারুন অর রশিদ এর সভাপতিত্বে স্থানীয় জিনারদী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।

এসময় আরও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সাবেক কর্মকর্তা আইয়ুব আলী পাঠান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, উত্তরণ ক্লাবের সভাপতি আজিম মিয়া ও হারুন ছালেহা ফাউন্ডেশনের সভাপতি আমেরিকা প্রবাসী সোহেল রানা, সামজ সেবক কামাল হোসেন, আরমান মিয়া ও ডা: শাহিন আলম।

এসময় প্রতিষ্ঠানের সভাপতি ও প্রবাসী সোহেল রানা বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষা ও স্বাস্থ্য সেবার পাশাপাশি সামাজিক উন্নয়ন কাজের জন্য বাবা মায়ের নামে হারুন ছালেহা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান তৈরী করেছেন।

সোহেল রানা জেলার পলাশ উপজেলার জিনারদী এলাকার হারুন অর রশিদ ও ছালেহা রশিদের সন্তান। তিনি ১৮ বছর যাবৎ আমেরিকায় বসবাস করছেন।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ