• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী পাসপোর্ট অফিস ধূমপানমুক্ত ঘোষণা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২২ পিএম
নরসিংদী পাসপোর্ট অফিস ধূমপানমুক্ত ঘোষণা
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার: নরসিংদী পাসপোর্ট অফিস যৌথভাবে ধূমপানমুক্ত ঘোষণা করেছে সারডা সোসাইটি এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস নরসিংদী। বুধবার (৩১ মে) নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ আয়োজন করা হয়।

সারডা সোসাইটি'র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ক্যাম্পেইনের সভাপতি মুঃ আ র মুরাদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধক করেন  নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ জামাল হোসেন।

এ সময় জামাল হোসেন বলেন,  আজ থেকে অত্র কার্যালয়ে ভবনকে ধূমপানমুক্ত ঘোষণা করছি। আমরা অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি।  পৃথিবীতে এমন কোন খাদ্য নেই, যেখানে খাবারের উপর লেখা থাকে ক্যান্সার হয়। তারপরও সেই খাবার ধূমপানকে অবলীলায় গ্রহণ করছি। ধূমপান বিরোধী  ক্যাম্পেইন সারাদেশে অব্যাহত থাকুক।

মুরাদ বলেন, অল্প কয়েক বছরের জন্য আমরা পৃথিবীতে এসেছি, কত কাজ করতে হবে! বাংলাদেশ আমাকে কি দিলো সেটা না ভেবে, জন্মভূমির ঋণ শোধ করতে, জনস্বার্থে এমন কিছু ভালো কাজ করে যেতে হবে; যাতে মৃত্যুর পর বিশ্ববাসী আজীবন স্মরণ রাখে!

তিনি আরো বলেন, ধূমপান ও মাদকমুক্ত পরিবার গড়তে দেশব্যাপি মাদক বিরোধী ক্যাম্পেইন চলমান রেখেছেন।

আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিবুল হাসান মিন্টু।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ