মকবুল হোসেন : শুক্রবার সকাল ৯টায় মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে এতিম, গরিব,প্রতিবন্ধী, অসহায় মানুষদের সাথে নিয়ে পিঠা উৎসব ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রতি ১৫ দিন অন্তর অন্তর প্রতি শুক্রবার নিয়মিতভাবে প্রায় সাত শতাধিক অসহায় মানুষের মাঝে এ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ মকবুল হোসেন কমিশনার, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক গিতীকার, কলামিষ্ট লেখক নাহিদ নজরুল, ভগীরথপুর রোকেয়া বেগম মহিলা আলিয়া মাদরাসার সুপার মনিরুল ইসলাম, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, সমাজ সেবক আলহাজ্ব সাহাদাত হোসেন,হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক পরিচালক আঃ বাতেন, আঃ রশিদ মিয়া মেম্বার, শেখের চর বাজার বনিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক এম,এম আলম মোল্লা, সমাজ সেবক মাসুদ পারভেজ, হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালক কামাল হোসেন, মোঃ আমিন উদ্দিন, সাবেক পরিচালক মোঃ নজরুল ইসলাম,আহম্মদ মেম্বার, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আহমদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে পরিচালিত এই উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের মাঝে আশার আলো ছড়িয়ে দিয়েছে।