• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে 'বিকল্প বিরোধ নিষ্পত্তি ও অভিজ্ঞতা বিনিময়' কর্মশালা অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৯ পিএম
নরসিংদীতে 'বিকল্প বিরোধ নিষ্পত্তি ও অভিজ্ঞতা বিনিময়' কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে অভিবাসন ইস্যুতে অভিযোগ ব্যবস্থাপনা কমিটির (জিএমসি) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৯জানুয়ারি) সকাল ১১টায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)এর আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সম্মেলন কক্ষে অভিবাসন ইস্যুতে অভিযোগ ব্যবস্থাপনা কমিটির (জিএমসি) মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি, অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এ কে এম দাউদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ রাশেল আহমেদ শাহেন,নরসিংদী  ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, ওকাপ প্রজেক্ট অফিসার মোঃ বাবুল হোসেনপ্রমুখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ওকাপ  নরসিংদী জেলা ব্যবস্থাপক মোঃ নাজমুল হোসেন। অভিবাসন ইস্যুতে অভিযোগ ব্যবস্থাপনা কমিটির (জিএমসি)মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক উপস্থাপন করেন ওকাপ এ্যাডভোকেসি অফিসার নিথরা মেহরাব ও প্রকল্প অফিসার অতশী ঘোষ।

সভায় বক্তারা বলেন, বিদেশ যাওয়ার সময় নিয়ম মেনে বৈধ পথে যেতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কম থাকে। সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয়। যৌথভাবে কাজ করলে অভিবাসন প্রক্রিয়া আরও স্বচ্ছ, কার্যকর ও ঝুঁকিমুক্ত হবে।  তথ্যপ্রদান, প্রাসঙ্গিক পরামর্শ, আইনগত সহায়তা ও কমিউনিটি পর্যায়ের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিদেশগমন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়। এতে করে প্রতারণা, অতিরিক্ত ব্যয় এবং কর্মক্ষেত্রের শোষণ কমানোর সুযোগ তৈরি হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অভিবাসন-সংক্রান্ত সরকারি কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, ইউপি সদস্য, বিদেশ-ফেরত অভিবাসী ও জিএমসি সদস্যরা।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ