• নরসিংদী
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে পাঁচ নারী পেলেন রত্নগর্ভার সম্মাননা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩২ পিএম
পলাশে পাঁচ নারী পেলেন রত্নগর্ভার সম্মাননা
সম্মাননা প্রদান। ছবি : জাগোনরসিংদী

নিজস্ব প্রতিনিধি: সরকারি-বেসরকারি পর্যায়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন এমন সন্তানদের মায়েদের রত্নগর্ভা হিসেবে সম্মাননা জানানো হয়েছে। আজ রোববার বিশ্ব মা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন পারুলিয়াা-মাঝেরচর সূর্য তরুণ ক্লাব (পিএমএসটিসি)র উদ্যোগে পলাশ উপজেলার পাঁচজন নারীকে রতœগর্ভা হিসেবে সম্মাননা জানানো হয়।

সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব রতœগর্ভা নারীদের হাতে সম্মাননার ক্রেষ্ট ও প্রশংসাপত্র তুলে দেয়া হয়।

সংগঠনের সভাপতি শরীফ ইকবাল রাসেল এর উপস্থাপনায় সহকারী কমিশনার (ভূমি) স্নিধা সিলভিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেষ্ট ও সম্মাননাপত্র তুলে দেন। 

অসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীন, সমবায় কর্মকর্তা শাহীন সুলতানা, রতœগর্ভা নাজমা খানম, নুরজাহান বেগম ও রুপ শাহানা খাতুন।

এসময় বক্তারা বলেন, এদেশে নারীদের অবদানের স্বীকৃতি হিসেবে যতটুকু মূল্যায়ন করার প্রয়োজন ছিলো ততটুকু করা সম্ভব হচ্ছেনা। তথাপী এই সংগঠনের পক্ষ থেকে প্রতি ইউনিয়ন থেকে একজন ও পৌরসভা থেকে একজন করে সফল নারীকে রতœগর্ভা হিসেবে সম্মাননা জানানো একটি উত্তম কাজ।

এভাবে দেশের প্রতিটি এলাকায় সফল নারীদের খোজে বের করে সম্মাননা জানানো হলে নারী সমাজ আরও এগিয়ে যেতে সহায়ক হবে। 

রতœগর্ভা হিসেবে সম্মাননা প্রাপ্তরা হলেন নুরজাহান বেগম (জিনারদী), সাহিদা চৌধুরী (গজারিয়া, রুপ শাহান খাতুন (চরসিন্দুর), নাজমা খানম (ঘোড়াশাল পৌরসভা ও রাবেয়া খাতুন (ডাংগা)।

জাগোনরসিংদী/রাসেল  

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ