• নরসিংদী
  • বুধবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ;   ০৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে অজ্ঞাত মহিলার রক্তাক্ত মরদেহ উদ্ধার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০১ পিএম
শিবপুরে অজ্ঞাত মহিলার রক্তাক্ত মরদেহ উদ্ধার 
প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে এক অজ্ঞাত মহিলার রক্তাক্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘাব গ্রামের হারুন মিয়ার নির্জন কাঠ বাগান থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে বাগান মালিক হারুন মিয়া গাছের লতাপাতা কাটার জন্য বাগানে গিয়ে লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির খানকে জানান।

পরে মনির খান ঘটনাটি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পরে ঘটনাস্থলে যান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ ব্যুরা অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, 'ধারণা করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার রাতের কোন এক সময় তাকে কেউ হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।'

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই মহিলার পড়নে ছিলো সাদা রঙ্গের পায়জামা, লাল রংয়ের কামিজ ও কালো রঙের বোরকা। 

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম/সমক

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ