• নরসিংদী
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় পিকাপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেলো একজনের 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৮ পিএম
রায়পুরায় পিকাপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেলো একজনের 
দুর্ঘটনা কবলিত সিএনজি। ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় পিকাপ ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হয়েছেন। তার নাম খোরশেদ মিয়া (৪৫)। নিহত খোরশেদ মিয়া ভৈরব উপজেলার মধ্যেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

এঘটনায় সিএনজি যাত্রী আহত হয়েছেন। সে ওই সিএনজির যাত্রী ছিলেন। 

রোববার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

সিএনজিতে থাকা এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেয়া হয়েছে। আহতের নাম ঠিকানা জানতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো ন-১৯ - ৬২৭২) একটি পিকাপ ভৈরব যাচ্ছিল।

মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক ভৈরব থেকে আসা বারৈচাগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকাপের সামনের অংশ এবং সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। 

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর পিকাপ চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ যানযট নিরসন করে। সকাল ৯টায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো জব্দ করে ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, মহাসড়কে সিএনজিসহ নিষিদ্ধ যানবাহন পুলিশের সামনেই সারাদিন চলাচল করে। সিএনজির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক মো: নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'দুর্ঘটনাস্থল থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে এসেছি।'

এব্যাপারে আনইগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। 

জাগো নরসিংদী/সমক

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ