• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ঈদের নামাজ পড়তে গিয়ে দেয়াল চাপায় এক মুসল্লি নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৭ পিএম
নরসিংদীতে ঈদের নামাজ পড়তে গিয়ে দেয়াল চাপায় এক মুসল্লি নিহত
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ঈদের নামাজ পড়তে গিয়ে দেয়ালের নিচে চাপা পড়ে এক মুসল্লি নিহত হয়েছেন। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন। নিহতের নাম মোঃ জালাল মিয়া (৬০)।নিহত জালাল মিয়া মাধবদীর নগরবানিয়াদী গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

ঝড়োবাতাসে ঈদগাহের মেহরাবের দেয়াল ধসে সে গুরুতর আহত হন। এঘটনায় আরো ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের গণেরগাঁও শাহী ঈদগাহ মাঠে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, গণেরগাঁও শাহী ঈদগা মাঠে সকাল সাড়ে ৯টায় নির্ধারিত সময়ে ঈদের জামাত শুরু হয়। নামাজ শেষে মোনাজাতের সময়  হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে সবকিছু লন্ডভন্ড করে দেয়। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।

এসময় কিছু সংখ্যক মুসল্লি ঈদগাহ মাঠের মেহেরাবের দেয়ালের পাশে অবস্থান নেয়। হঠাৎ মেহেরাবের দেয়াল ধসে জালাল মিয়াসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত জালাল মিয়ার অবস্থা গুরুতর হওযায় দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা নেয়ার সময় পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।

আহতদের মধ্যে গোলজার (৫০), মাহফুজ(৫৫), আ. লতিফ ভূঁইয়া(৯০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ