হলধর দাস : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নরসিংদীতে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুনীর্তিবিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে।
দিবসের এবারের প্রতিপাদ্য “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা”। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্য ছিল জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন শেষে ফেস্টুন—বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, দুনীর্তি বিরোধী মানববন্ধন, আলোচনা সভা, দুনীর্তি বিরোধী বিতর্ক—রচনা—চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
দুনীর্তিবিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "দুনীর্তি দমন ও প্রতিরোধে করণীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সহ—সভাপতি মো: তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন সৈয়দ মো: আমীরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, দুদকের সহকারী পরিচালক মো: এনামুল হক, প্রফেসর সিরাজ ভূইয়া, জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সম্পাদক আলতাফ হোসেন নাজির, জেলা সমবায় কর্মকর্তা খাদিজা তুল কোবরা, অভিভাবক খবিরুল ইসলাম, শিক্ষার্থী সালমানুর রহমান দুর্জয়, রাফিতা, মাহিয়া মৌ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী ২৭ জন শিক্ষার্থীর মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।