স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা ৫ মরদেহের পরিচয় সনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করেছে রেলওয়ে পুলিশ। সোমবার রাত ১২ টার দিকে নরসিংদী সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে নরসিংদী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে কবর স্থানে তাদের দাফন করা হয়।
এ ঘটনায় রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশরাফ আলী বাদী হয় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
নরসিংদীর রেলওয়ে পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, লাশের পরিচয় শনাক্ত করতে মরদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ। তবে জাতীয় পরিচয়পত্র সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি রাত পর্যন্ত কোন স্বজনও পরিচয় সনাক্ত করেনি।
সবগুলো মরদেহ কাছাকাছি হওয়ায় মৃত্যুর কারন নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। রেলওয়ে পুলিশের স্রোত খাল প্রতিবেদনে নিহতদের বয়স ১৮ থেকে ২৫ হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে কি কারনে বা কেনইবা রায়পুরা উপজেলার মেথিকান্দা ও হাঁটুভাঙা এই দুই রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী খাকচক নামক এই নির্জন এলাকায় রেললাইনে এই ৫ ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু নিয়ে চলছে এলাকার মনুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। তবে একটি সূত্র থেকে জানা গেছে নিহতদের কারো সাথেই ছিলনা কোন মুঠোফোন, না ছিল কোন ম্যানিবেগ বা পরিচয় পাওয়ার মতো সাথে ছিলনা কোন কাগজপত্র। তবে ঐ এলাকার মানুষের ধারণা নিহত ব্যাক্তিরা অন্যকোন জেলার বাসিন্দা হতে পারে। হয়তবা দুষ্কৃতিকারীরা অন্য কোন স্থান থেকে এদের হত্যা করে এই নির্জন এলাকায় রেললাইনের উপর রাতের কোন এক সময় রেখে গেছে। যাতে করে লাশের কোন নাম পরিচয় না থাকে। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে যেমন রহস্যের সৃষ্টি হয়েছে তেমনই শোক ও আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ মনে করেন অচিরেই এই মৃত্যুর রহস্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচন করবেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো: শহীদুল্লাহ বলেন, পিবিআই হাতের ছাপ সংগ্রহ করলেও তদের পরিচয় শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে তাদের কোন জাতীয় পরিচয়পত্র নেই। আমরা মরদেহ গুলোর ডিএনএ ও ভিসেরা সংগ্রহ করেছি। এগুলো ঢাকার মালিবাগের সিআইডি ল্যাবে পাঠানো হবে। ডিএনএ পরিচয় শনাক্তে ও ভিসেরা মাধ্যমে তারা কোন নেশা করেছে কিনা শনাক্ত করা যাবে। আর এঘটনাটি খুবই গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়া ৫ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের রায়পুরা উপজেলার মেথিকান্দার রেলগেইট সংলগ্ন পলাশতলী ইউনিয়নের খাকচক এলাকায় রেল লাইনে ৫ টি মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ে পুলিশ, পিবিআই, রায়পুরা ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধারে কাজ শুরু করেন। নিহত সকলেই পুরুষ। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ এর মধ্যে হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।