জাগো নরসিংদী রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে নরসিংদী প্রেসক্লাব চত্বরে “চিরঞ্জীব বঙ্গন্ধু” নামে ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু এঁর নিজস্ব অর্থায়নে এই ম্যুরালটি নির্মিত হয়।
ভাস্কর ফনি দাস’র পরিকল্পনায় এটি নির্মাণ করা হয়।
৩০ আগস্ট (বুধবার) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান ও পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এউপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব এঁর সভাপতিত্বে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্ত নরসিংদীর গণমাধ্যমকর্মীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে প্রেসক্লাব সদর উপজেলা পরিষদের অর্থায়নে প্রেস ক্লাব কার্যালয় সৌন্দর্য্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়।