• নরসিংদী
  • সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:২৬ পিএম
নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

স্টাফ রিপোর্টার: 'স্মাট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

কর্মসূচিগুলোর মধ্যের ছিলো বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সুচনা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির  চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ  মোসতাক আহমেদ-এর নেতৃত্বে আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সুচনা করা হয়।

পরে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। র‍্যালিতে

 জেলা জজ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারি, আইনজীবী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিরা অংশগ্রহণ করেন।

পরে জেলা জজ আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান,  সিনিয়র জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক   (জেলা জজ)  মেহেরুন্নেসা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, সিভিল সার্জন ডা: ফারহানা আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইফাত মুবিনা ইউসুফ, আ.ন.ম. ইলিয়াস,  তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জা, নরসিংদী জেলা হাসপাতালের। তত্বাবধায়ক ডাঃ এ.এন.এম মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতি সভাপতি কাজী নাজমুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ এলিছ জাহান প্রমূখ। এসময় বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলা আইনজীবী সমিতির সদস্যসহ নরসিংদী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কমচারীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৩ জন প্যানেল আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবীর ক্রেস্ট প্রদান করা হয়। তাদের মধ্যে  অ্যাড. ইশরাত জাহান শম্পা প্রথম, অ্যাড. মোসা. ফাতেমা বেগম দ্বিতীয় ও অ্যাড. মনিরা বেগম তৃতীয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্বরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করার জন্য একটি স্টল খোলা হয়।

 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ