• নরসিংদী
  • রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

সফল জননী শিবপুরের মাহমুদা শেফালী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:১৬ এএম
সফল জননী শিবপুরের মাহমুদা শেফালী
মাহমুদা শেফালী

শরীফ ইকবাল রাসেল: মাহমুুদা শেফালী একজন সফল জননী । একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। চার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলায় সফল জননী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

এ বছর জয়ীতা অন্বেষণে বাংলাদেশ প্রতিযোগিতা ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে প্রতিটি উপজেলা থেকে ৫জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে জয়িতা পুরস্কৃত করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেন।

এ বছর নরসিংদীর শিবপুর উপজেলায় সফল জননী ক্যাটাগরীতে স্বীকৃতি লাভ করেছেন শিবপুর উপজেলার ভঙ্গারটেক এলাকার বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মিয়ার স্ত্রী মাহমুদা শেফালী।   

চার সন্তানের জননী তিনি। এছাড়া গর্বিত একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীও। বাবার বাড়ি শিবপুর উপজেলার আশ্রাবপুর। দুই ভাই তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। বাবা রমজান আলীর চতুর্থ সন্তান শেফালী মাহমুদা। তৎকালীন সামাজিক গোঁড়ামির কারণে খুব বেশী লেখাপড়া করতে পারেননি। 

যার ফলে ১৯৭৩ সালের ৬ ডিসেম্বর একই উপজেলার মো: শাহজাহান মিয়ার সাথে অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। এদিকে স্বামী শাহজাহান মিয়া ছাত্রাবস্থায় দেশ মাতৃকার টানে যুদ্ধে চলে যান। যুদ্ধ শেষে দেশে এসেই দু-বছর পর বিয়ে করেন।

বিয়ের পর স্বামী শাহজাহান বিএসসি পাশ করেন এবং স্থানীয় আটাশিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। কিছুদিন পর শিক্ষকতা ছেড়ে টিএন্ডটিতে যোগদান করেন। সেখানেও বেশীদিন চাকরি করেননি। অবশেষে বাংলাদেশ রেলওয়ে যোগদান করেন। সেই সুবাধে দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। 

এরই মধ্যে প্রথম সন্তান হিসেবে জন্মনেন মো: সোহেল নামে পুত্র সন্তান। তিনি লেখাপড়া শেষে বর্তমানে চাকরী করেন। এরপর জন্ম নেন শাহনুর মিয়া নামে আরো এক পুত্র সন্তান। তিনি সর্বোচ্চ লেখাপড়া শেষে সোনালী ব্যাংক লিমিটেড এ উচ্চ পদস্ত কর্মকর্তা হিসেবে প্রধান কার্যালয়ে কর্মরত রয়েছেন।

এরপর তৃতীয় সন্তান হিসেবে জন্মলাভ করেন শামীমা সুলতানা নামে কণ্যা সন্তান। তিনি সর্বোচ্চ শিক্ষা শেষে শিক্ষা ক্যাডারে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে নরসিংদী সরকারী কলেজে প্রাণী বিদ্যা বিভাগে অধ্যাপনা করছেন।

কনিষ্ঠ সন্তান হিসেবে পৃথিবীর আলো দেখেন ডা: শাকুর মাহমুদ।  তিনিও দেশের সর্বোচ্চ শিক্ষা শেষে স্বাস্থ্য ক্যাডারে বিসিএস পরীক্ষায় উত্তীর্ন হয়ে বর্তমানে কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।     

সব মিলিয়ে মাহমুদা শেফালী একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তার মা, একজন সফল শিক্ষিকার মা, দুই জন বিসিএস ক্যাডারের মা এবং একজন লেখক- কবির মা।

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ