• নরসিংদী
  • মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ;   ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে মাদকের বিরুদ্ধে কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:২২ পিএম
পলাশে মাদকের বিরুদ্ধে কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ

শরীফ ইকবাল রাসেল: মাদকের বিরুদ্ধে কলেজ শিক্ষার্থীদের ব্যতিক্রমী এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার্থীরা এই ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেন। 

কলেজের অধ্যক্ষ মোঃ আমীর হোসাইন গাজী জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারীর এক পত্রে প্রেক্ষিতে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলম এর নির্দেশনায় শিক্ষার্থীদের আজকের এই ব্যতিক্রমী উদ্যোগ।

সকাল সারে ৯ টায় কলেজ ক্যম্পাসে কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়ে হাতে মাদক বিরোধী প্লেকার্ড নিয়ে এই প্রতিবাদ করে। এসময় মাদককে না বলুন সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে দাড়িয়ে থাকেন। 

এবিষয়ে সালমা আক্তার নামে কলেজের একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, আমরা কলেজের অধ্যক্ষের সরাসরি তত্বাবধানে এই মাদক বিরোধী প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি। বিভিন্ন যানবাহন ও রাস্তাঘাটে প্রকাশ্যে ধুপানের ফলে যাতায়াতে শিক্ষার্থীদের মারাত্মক সমস্যা তৈরী হয়। তাই আমরা চাই সরকার প্রকাশ্যে ধূমপান আইন বাস্তবায়ন করুক।   

কলেজের বাংলা বিভাগের প্রভাসক শহিদুল হক সুমন এবিষয়ে জানান, স্বল্প পরিসরে হলেও এই প্রতিবাদটি একটি বিশাল প্রতিবাদ। এর মাধ্যমে শিক্ষার্থীরা ধুমপান থেকে বিরত থাকার পাশাপাশি প্রকাশ্যে ধুমপান ও অন্যান্য মাদকের ব্যবহার নিয়ন্ত্রনে প্রশাসন যেনো ভূমিকা পালন করতে পারে সেই দিকে দৃষ্টি দেওয়ার পাশাপাশি জনগনের সচেতনতায়ও বেশ ভূমিকা রাখবে বলে মনে করি।

কলেজের অধ্যক্ষ মো: আমীর হোসাইন গাজী জানান, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: রবিউল আলম মহোদয়ের নির্দেশনায় কলেজের শিক্ষার্থীরা মাদকের বিরোদ্ধে যে প্রতিবাদ সমাবেশ করেছে তা সমাজে সচেতনতার অংশ হিসেবে করা হয়েছে। এই প্রতিবাদ মাদকের বিরোদ্ধে একটি বার্তা। যার মাধ্যমে শিক্ষার্থী ছাড়াও প্রকাশ্যে ধুমপান ও অন্যান্য মাদকের বিরোদ্ধে একটি প্রতিবাদ। প্রশাসনের এই উদ্যোগটি একটি মহতি উদ্যোগ বলে মনে করি। 

মাদকের বিরোদ্ধে শিক্ষার্থীদের এমন প্রতিবাদের বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল আলম জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরোদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এই লক্ষ বাস্তবায়নের অংশ হিসেবে মাঠ পর্যায়ে মাদকের কুফল বিষয়ে সমাজের মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের নির্দেশনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। যাতে করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ সুবিধামতো সময়ে মাদকের বিরোদ্ধে কথা বলেন।

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ