• নরসিংদী
  • শনিবার, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

কবিতা।। পুতুলের সংসার : আয়শা আক্তার শিল্পী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৪৫ পিএম
কবিতা।। পুতুলের সংসার : আয়শা আক্তার শিল্পী

 

বুঝতে পারিনি মেঘে মেঘে কবে হলো এত বেলা,
আমাদের ছুটু বড় হলো যে ছেড়ে পুতুল খেলা।
মায়ের কোলে এলো সেদিন আমাদের ছোটো বুনু,
সেজো মামা আদর করে ডাকতো তাকে মিনু।
গোলগাল মুখ পিট পিট চাওয়া তুলতুলে হাত পা,
হয়নি ছেলে নয়নের জলে ভাসলো মোদের মা।
দিনে দিনে ঘর পূর্ণ হলো হলাম আমরা পাঁচ,
পড়শি আর বাড়ির লোকের বাড়লো কথার ঝাঁঝ, 
আমাদের মায়ের দু'চোখে শ্রাবণ ছেলে হলো না বলে;
আমরা ঘুরে ঘুরে শুধু, আদর করে পুতুলটি নিই কোলে।

সবার আদরে বড় হয়ে ওঠে আমাদের ছোট্ট পুতুলটি
একটু ব্যথায় ভরে ওঠে চোখ, কিংবা হলে খুনসুটি। 
বড় হতে হতে এতো বড় হলো পুতুলের হলো বিয়ে,
ছোট্ট মিনু গেলো শশুর বাড়ি; ঘর খালি করে দিয়ে।
এরপর এলো সেই দিন; গুনে গুনে সেই মাহেন্দ্রক্ষণ,
মা হতে চললো আমাদের আদরের সবার ছোট্ট বোন।
পুতুলের কোলে পুতুল এলো,যেনো রূপকথার রাজপুত্র
এভাবেই বুঝি গড়ায় সময়, এটাই জীবনের সূত্র।
খুশিতে খুশিতে ভরুক জীবন, না আসুক ঝঞ্ঝার
রাজা রানী আর রাজারকুমার, পুতুলের সংসার।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ