
হলধর দাস : ঢাকা বিভাগীয় কমিশনার শরফউদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিলো না। টানা তিনদিন সরকার বিহীন দেশ ইতিহাসে এটাই প্রথম। এই সময়টা দেশকে টেনে নিয়ে গেছে সরকারি কর্মকর্তারা। এখন অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হচ্ছে। স্থানীয় সরকারগুলোর সঠিক তৎপরতা নেই। অনেক জায়গায় ইউপি চেয়ারম্যান নেই।
অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা এখন আমাদের সকলের দায়িত্ব। সামনে নির্বাচন হলে সেখানেও আমাদের কাজ করতে হবে। মানুষের যে আকাঙ্খা তা পুরণ করতে হবে।
বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শনে এসে সকালে ২০২৪—২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) এর আওতায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন তিনি।
শরফ উদ্দিন আহমদ চৌধুরী আরও বলেন, রায়পুরা উপজেলা অনেক বড় একটি উপজেলা। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যে খুব ভয়াবহ রুপ ধারণ করে। বড় উপজেলা হওয়ায় দ্রুত কাজ করা সম্ভব হয়না। রায়পুরার চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে একটি পুলিশ থানা গঠন করা হবে। আমরা প্রত্যাশা করি নতুন পুলিশ থানাটি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা যাবে।
পরে তিনি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, রায়পুরা পৌরসভা, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস, মরজাল ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এসময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী তার সাথে উপস্থিত ছিলেন।