• নরসিংদী
  • শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ০৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ;   ০৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে স্বেচ্ছায় রক্তদান ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে স্বেচ্ছায় রক্তদান ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন  করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিএনপি'র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  জেলা শহরের সাটিরপাড়ার রজনীগন্ধা চত্ত্বরে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়।

স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম.এস.এস হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।

ড্যাব নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ,কে,এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুকাররম হোসেন ভূঁইয়া ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহামুদ হোসেন চৌধুরী সুমন প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন আবু সাঈদ ও তাহমিদসহ সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই বিজয় চুড়ান্ত বিজয় নয়, এই বিজয়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। চুড়ান্ত বিজয় তখনই হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করা হবে। নির্বাচন ছাড়া গণতন্ত্র ছাড়া চুড়ান্ত বিজয় সম্ভব নয়, আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন হলেই শহিদের আত্মা শান্তি পাবে।'
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ