• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ;   ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে বীর মুক্তিযোদ্ধার স্মরণসভা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:১১ পিএম
পলাশে বীর মুক্তিযোদ্ধার স্মরণসভা অনুষ্ঠিত 
হাসানুল হক

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসানের ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও মিলাদ মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলার সাধুর বাজার কাজী মার্কেট চত্বরে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ। 

গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল আলম মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, কৃষক লীগের সভাপতি মোকলেছ মিয়া ও স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লা, ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন স্বপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্তসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসান অবিভক্ত ঢাকা জেলার কালিগঞ্জ  থানা ছাত্রলীগের সভাপতি (১৯৭০)  কালিগঞ্জ  থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন (১৯৭৩)।

পরবর্তীতে পলাশ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জীবনের শেষদিন পর্যন্ত।

তিনি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দুর্দিনে পলাশ উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন।

তিনি ১৯৮৬ ও ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে নরসিংদী-২ আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছিলেন। 

 

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ