হলধর দাস : নরসিংদী জেলার সহকারি জেলা শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন ও নরসিংদী সদরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সোমবার(৫/১/২০২৫) জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক।
বিদায়ী দু' জন শিক্ষা অফিসারকে ফুল ও ক্র্যাস্ট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
চাকুরীকালে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন বিদায়ী সহকারি জেলা শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন ও বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
জেলা শিক্ষা অফিসার বলেন, বিদায়ী দু'জন শিক্ষা অফিসার ছিলেন কর্মঠ, নিবেদিতপ্রাণ শিক্ষা অফিসার। গত ৩০ ডিসেম্বর ছিলো তাদের শেষ কর্মদিবস। কিন্তু শিক্ষা বিভাগের কোনো মূল্যায়ন তারা উপভোগ করতে পারেননি।
তিনি বলেন, বসবাসের উপযোগী বাংলাদেশের মতো দেশ পৃথিবীর আর কোথাও নেই। কিন্তু আমাদের দেশটাকেআমরা বিভিন্নভাবে খারাপ করে ফেলেছি । আমাদের দেশটাকে ভালো করতে শিক্ষকদেরই লাগবে। প্রশাসন দিয়ে একাজ সফল হবে না। দেশকে সাজাতে হলে শিক্ষাকে আগে সাজাতে হবে। আমাদের দু'জন শিক্ষা অফিসার একই পোস্টে দীর্ঘ ৩১ বছর চাকুরী করে অবসর নিয়েছেন। কোনো প্রমোশন তাদের দেয়া হয়নি। অথচ,প্রমোশন দিলে বেশী টাকা সরকারের খরচ হতো না। দীর্ঘদিন চাকুরী করেও তারা কোনো মর্যাদা পেলেন না। একজন জেলা শিক্ষা অফিসার থার্ড গ্রেডে চলে এলেও ইউএনও এর পরে তার মর্যাদা। উদাহরণস্বরূপ বলছি, সরকার যদি একটি বাড়ি একটি কারখানা প্রকল্ক হাতে নেয় সেখানেও কিন্ত শিক্ষক লাগবে।
বিদায়ী দুই শিক্ষা অফিসারেরে অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন সরকার, রায়পুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সামালগীর আলম,মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ওমর ফারুক,অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য ও নরসিংদী প্রেস ক্লাবের সহসভাপতি হলধর দাস,ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই,ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন নাজির,ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোস্তফা কামাল, বালাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর,সাটিরপাড়া কালিকুমার ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহা,নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ লুৎফর কবীর, সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার খাদিজাতুল কুবরা,জেলা শিক্ষা অফিসের পক্ষে মুশফিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী মুনিয়া আক্তার,মনোহরদীর নাছিমা হায়দার,ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এমদাদুল হক,একদোয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির মৃধা,বিদায়ী সহকারী শিক্ষা অফিসার মো: আকরাম হোসেনের সহধর্মিনী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কোহেলা আক্তার, ছোট বোন কৃষ্ণপুর নজুমন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা হোসেন প্রমুখ।