• নরসিংদী
  • শুক্রবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ০২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ;   ০২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী গোপীনাথ আশ্রমে ৮০ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১৬ পিএম
নরসিংদী গোপীনাথ আশ্রমে ৮০ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন 

হলধর দাস : বিশ্বব্যাপী সংঘাত, অশান্তি, লোভ লালসা এবং হিংসা বিদ্বেষে আকণ্ঠ নিমজ্জিত। সহনশীলতার অভাব প্রকটিত, কটু কৌশলের মারপ্যাচে মানবতা আজ লাঞ্ছিত। এ সঙ্কট উত্তরণ ও মানবাত্মার শান্তি কামনায় এবং কলিহত জীবের উদ্ধারের লক্ষ্যে 

২১দিনব্যাপী  গীতা পাঠ ও ৮০ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তনের আয়োজন করেছে নরসিংদীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়াধাম। 

আশ্রমের সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী
ও সাধারণ সম্পাদক শ্রী বিনয় ভূষণ সাহা নিম্নলিখিত কর্মসূচি তুলে ধরে সকলকে আমন্ত্রণ জানান। 
কর্মসূচির মধ্যে রয়েছে- শ্রীমদ্ভাগবত পাঠ ও আলোচনা ১৭ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. বৃহস্পতিবার পর্যন্ত। প্রত্যহ সন্ধ্যায় গীতা পাঠ করেন শ্রীযুক্ত সব্যসাচী গোপীনাথ দাস, শ্রীযুক্ত ব্রজেশ কৃষ্ণ দাসাধিকারী, শ্রীযুক্ত রামচরণ দেবনাথ ভাগবতরত্ন এম.এ,  শ্রীযুক্ত কৃষ্ণ কান্ত আচার্য্য,শ্রীযুক্ত শান্ত কুমার জয় অধ্যয়, শ্রীশ্রী প্রাণ গোপাল গিরিধারী ও শ্রীমৎ ওষ্কেরশ্বর দাস ব্রহ্মচারী মহারাজ। মহানামযজ্ঞের শুভাধিবাস ও মঙ্গলঘট স্থাপন করা হয় গত ২৬ ডিসেম্বর। অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন, শ্রী নিউটন দেবনাথ (লিটন)।

১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.), শনিবার অরুনোদয় হতে ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) মঙ্গলবার অরুনোদয় পর্যন্ত শ্রীশ্রী হরিনাম সুধা পরিবেশনে ১৩টি দল অংশগ্রহণ করেন। এরা হলেন শ্রীশ্রী নদীয়া বিহারী সম্প্রদায়- ঢাকা,শ্রীশ্রী ভব তারণ সম্প্রদায়- পটুয়াখালি,শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর সম্প্রদায়- গোপলগঞ্জ,শ্রীশ্রী কানাই বলাই সম্প্রদায়- খুলনা,শ্রীশ্রী রাই ঠাকুর সম্প্রদায়-বরিশাল,শ্রীশ্রী মা ভবতারিনী সম্প্রদায় (মহিলা)-খুলনা,'শ্রীশ্রী গৌরাঙ্গ সম্প্রদায় -খুলনা,শ্রীশ্রী বন্ধুবিহারী সম্প্রদায়-ঢাকা,
শ্রীশ্রী গোঠের রাখাল সম্প্রদায়-চট্টগ্রাম,শ্রীশ্রী বাবা লোকনাথ সম্প্রদায়-সাতক্ষীরা,শ্রীশ্রী পার্থ সারথী সম্প্রদায়-নরসিংদী,শ্রীশ্রী রিনা মিনা অষ্টসখী সম্প্রদায় (মহিলা)-খুলনা।

২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ (৬ জানুয়ারি ২০২৬খ্রি.) মঙ্গলবার ব্রহ্মমূহুর্তে নাম সংকীর্তন সমাপন, তৎপর নাম সংকীর্ত্তন সহ নগর পরিক্রমা ও দধি ভান্ড ভঞ্জন। মধ্যাহ্নে ভোগারতি মোহন্ত বিদায় অতঃপর মহাপ্রসাদ বিতরণ।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ