স্টাফ রিপোর্টার : নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া হোসাইনের দাদী সমলা বেগম আর নেই। এ পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঘোড়াদিয়া সংগীতা এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমার মৃত্যুর খবরে আত্মীয়-স্বজনরা তাকে তো এক নজর দেখতে ছুটে আসেন। সময় মরুমার বাড়িতে কান্নার রোল পড়ে।
শুক্রবার বাদ জুম্মা সংঙ্গীতা বাজার জামে মসজিদে মরহুমার জানাজার শেষে গাবতলী কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমার জানাযা উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনে মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন। এসময় তিনি জানাযায় উপস্থিত সকল মুসুল্লির কাছে মরহুমার জন্য দোয়া প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেধনা জ্ঞাপন করেন।
জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী শহর বিএনপি সভাপতি এ কে এম গোলাম কোভিদ কামাল সাধারণ সম্পাদক ফারুখ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী জেলার গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি ও জেলা ছাত্রদলের সভাপতি রহমান নাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানাযা শেষে ঐতিহ্যবাহী গাবতলী প্রস্থানে মরহুমের স্বামীর পাশে তকদে দাফন করা হয়।