শিবপুর প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাবের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম খোরশেদ আলম ও সাবেক সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসান। তাছাড়া প্রেসক্লাবের সহসভাপতি মোমেন খান,যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভুঁইয়া, ক্রীড়া সম্পাদক ডালিম খান,প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি, নির্বাহী সদস্য নুরুল ইসলাম নূরচান ও খন্দকার আমির হোসেনসহ বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শিবপুর উপজেলা পরিষদ মসজিদের ঈমাম ও খতিব মাওলানা শেখ কাইয়ুম।