• নরসিংদী
  • শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ;   ১৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৬ ফেরুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:৩১ পিএম
পলাশে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত
পলাশে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

নরসিংদীর পলাশে চলন্ত ট্রেনের ধাক্কায় জয়া দাস (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়া দাস উপজেলার জিনারদী ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের তপন দাসের মেয়ে। সে কালিগঞ্জ সেন্ট মেরি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই শিক্ষার্থী কানে হেডফোন লাগিয়ে ঘোড়াশাল রেলস্টেশনের রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ এক্সপ্রেস নামক একটি দ্রুতগামী ট্রেন জয়াকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ও নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে জানা যায়, ওই শিক্ষার্থীর কানে মোবাইলের হেডফোন লাগিয়ে অসতর্কভাবে রেললাইন দিয়ে হাঁটায় এই দুর্ঘটনা ঘটে।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ