
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষক নেতা আতাউর রহমান ভুঁইয়া স্মৃতি সংসদের উদ্যোগে শনিবার নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ে ( গান্ধীর স্কুল ) স্মৃতি সংসদের নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। আতাউর রহমান ভঁূইয়া স্মৃতি সংসদের আহ্বায়ক নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা।
খন্দকার রিয়াজ হাসান, অধ্যক্ষ আমজাদ হোসেন, জেলা মহিলা সমিতির সভাপতি রাবেয়া খাতুন শান্তি, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়, জেলা সুজন সম্পাদক সাংবাদিক হলধর দাস, সমাজ সেবক মোস্তাক আহম্মেদ ভূইয়া, জাহানুল হক বাবুল, ডা. বিজয় বণিক, বীর মুক্তিযোদ্ধা মো: আরমান, জয়ন্ত বাবু, ডা. সুভাষ দত্ত, শিক্ষকনেতা দিলিপ সাহা প্রমুখ।
সভায় বক্তাগণ প্রয়াত শিক্ষকনেতা বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত রাজনীতিবিদ বীর আতাউর রহমান ভূঁইয়া’র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন সদস্য সচিব দেলোয়ার হোসেন।