• নরসিংদী
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

বিএনপির ডাকা অবরোধ, শিবপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০১ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩৬ পিএম
বিএনপির ডাকা অবরোধ, শিবপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: এক দফার দাবিতে সারাদেশে চলছে বিএনপির ডাকা ৭২ ঘন্টার অবরোধ। টানা ৭২ ঘণ্টার অবরোধকর্মসূচির দ্বিতীয় দিনে নরসিংদীর শিবপুরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে নরসিংদী-৩ (শিবপুর) আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর নির্দেশনায় উপজেলার ইটাখোলায় মহাসড়কে অবরোধের সমর্থনে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন ও এক দফা দাবীতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয ছাত্রনেতা আকরামুল হাসান মিন্টুর নির্দেশে বিএনপি ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে ঢাকা সিলেট মহাসড়কের  ইটাখোলা এলাকায় অবস্থান নেয় দলীয় নেতাকর্মীরা। সকাল ৯ টায় টায়ার জ্বালিয়ে  হাতে ব্যানার নিয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এসময় মহাসড়কে কোন ধরনের যান চলাচল করতে দেখা যায়নি। 

বিএনপি নেতা কর্মীরা অবরোধের সমর্থনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আকরামুল ইসলাম মিন্টু বলেন, "স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে হটাতে ও নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন করার দাবিতে ও কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে আমরা ইটাখোলার শান্তিপুর্ণ বিক্ষোভ করেছি। জনগণ এ সরকারের অধীনে নির্বাচনের নামে প্রহসন করছে একাধিকবার। তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। তাই জনগনের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধভাবে সবাই মাঠে নেমেছে। আমরা অনতিবিলম্বে এ সরকারের পদত্যাগ ও তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।"
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ