স্টাফ রিপোর্ট : অবশেষে নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়ন পেলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শিল্পপতি আলহাজ্ব মনজুর এলাহী।
গত ১৮ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মনজুর এলাহী। ২৪ ডিসেম্বর বুধবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মনজুর এলাহীর হাতে মনোনয়নপত্র তুলে দেন। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় বিএনপি ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলেও শিবপুর আসনটি ফাঁকা রাখা হয়। পরে আরও বিভিন্ন আসনে মনোনয়ন ঘোষণা করা হলেও নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৪জন প্রার্থীর মধ্যে কারও নাম ঘোষণা করা হয়নি।
মনজুর এলাহী এর আগে ২০১৮ সালেও ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন। তবে তিনি শেষ মুহূর্তে নির্বাচন করতে পারেননি মামলার কারণে।