স্টাফ রিপোর্টার : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নরসিংদী শহর যুবদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী শহর যুবদলের সদস্য সচিব শামীম সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলে সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুকাররম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক দিদার হোসেন, সহ সভাপতি মো. শফিকুল ইসলাম, মাসুদ রানা, সেলিম ফকির, শহর যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. কাজী শিশির, লিয়াকত আলী টিটু, আল আমীন, শাকিল চৌধুরী ও শামী প্রমূখ।
সভায় যুবদলের নরসিংদী শহরের বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের অনুষ্ঠান সফল ও সার্থক করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।