
স্টাফ রিপোর্টার : এসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এসেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)নরসিংদী জেলা শাখার আয়োজনে শহর সমাজসেবা কার্যালয়ের হলরুমে “মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার ও মাদকবিরোধী শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস।
আলোচনা সভার সভাপতিত্ব করেন এডাব, নরসিংদী জেলা শাখার সভাপতি ও পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাসেদ।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন এডাব নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ও এএসকেএসের নির্বাহী পরিচালক মতিউর রহমান ভুঁইয়া জাকির । পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন এডাব সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মো. বাবুল আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর মডেল থানার ওসি তদন্ত ছামিউল, শহর সমাজসেবা অফিসার রেজাউল করিম ।
সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, কলেজ পড়ুড শিক্ষার্থী, ইমাম ও পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বেদে সর্দার, মৎস্যজীবী প্রতিনিধি, পল্লী চিকিৎসক, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বি ডি এসের নির্বাহী পরিচালক মোঃ শাজাহান মিয়া , ঊষার নির্বাহী পরিচালক জসিমউদদীন আহাম্মেদ জাহাঙ্গীর প্রমুখ। সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অংশগ্রহণকারীবৃন্দ উন্মুক্ত মতবিনিময়ে আলোচনায় মাদক ব্যবহারের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং নিজ পরিবার থেকে মাদক বিরোধী কার্যক্রম করার জন্য সভায় অবহিত করেন। সেই সাথে প্রতিটি স্কুল-কলেজে এ বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপস্থিত সকল অংশগ্রহণকারীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান এবং সেই সাথে নিজের মন থেকে নিজ দায়িত্বে মাদকবিরোধী শপথ গ্রহণ করতে তাগিদ প্রদান করেন।