• নরসিংদী
  • বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ;   ০৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পাঁচ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:১৭ পিএম
পাঁচ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ 

হলধর দাস : পিআর পদ্ধতিতে নির্বাচন ও ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার বিকেলে নরসিংদী শহরের শিক্ষা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা শাখার আয়োজনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। 

নরসিংদী জেলা আমীর অধ্যাপক মাওলানা মুসলেহুদ্দিন এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন,  নরসিংদী সদর আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মোঃ ইব্রাহিম ভূইয়া, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, শহর জামায়াতের আমীর আজিজুর রহমান, সদর জামায়াতের আমীর মাহফুজুর রহমান ভূইয়া ও প্রচার সেক্রেটারি আমীর হোসেন। 

জেলা সেক্রেটারি আমজাদ হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এ ৫ দফা দাবি না মানা পর্যন্ত কোন নির্বাচন জনগণ মেনে নিবে না। ৫ দফা দাবি পূরণ হলে এদেশের জনগণ নির্বাচনের দিকে আগাবে। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ