• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর নরসিংদীতে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১২ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর নরসিংদীতে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ধারাবাহিক নির্বাচনী জনসভা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দলীয় প্রধানের নরসিংদীতে আগমন উপলক্ষে বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টায় নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকায় অবস্থিত স্টাইলাস রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি আনোয়ার পারভেজ খানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দলের জেলার সভাপতি ও নরসিংদী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের  প্রার্থী  আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া জানান, আগামী ৩০ জানুয়ারি, শুক্রবার, নরসিংদী পুলিশ লাইন্স সংলগ্ন বালুর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পীর সাহেব চরমোনাই গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রণীত ‘নির্বাচনী ইশতেহার–২০২৬’ অনুযায়ী সর্বক্ষেত্রে শরীয়াহ’র প্রাধান্যসহ ৮টি জনগুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়ে জনমত গঠনের লক্ষ্যে এ জনসভা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত জনসভায় সভাপতিত্ব করবেন নরসিংদী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও জেলা সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া। জনসভার সঞ্চালনায় থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি আনোয়ার পারভেজ খান। জনসভায় নরসিংদী-৩ (শিবপুর), নরসিংদী -৪ (মনোহরদী-বেলাব) ও নরসিংদী-৫ (রায়পুরা,) আসনের মনোনীত প্রার্থীরাও উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিষাশুড়া ইউপি চেয়ারম্যান মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আতিকুর রহমান প্রমুখ।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ