
হলধর দাস : নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
নরসিংদীস্থ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী জেলা প্রশাসন, নরসিংদী জেলা বাংলাদেশ শিশু একাডেমি ও নরসিংদী মহিলা বিষয়ক অধিদপ্তর এর সম্মিলিত আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালনে এবারের প্রতিপাদ্য: "আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।
আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও কন্যাশিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, নরসিংদী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলিনা আক্তার।
একাডেমির প্রধান সহকারী নূর মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী সরকার, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।