• নরসিংদী
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে হামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী কামরুলের সাংবাদিক সম্মেলন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৮ জানুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৪২ পিএম
নরসিংদীতে হামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী কামরুলের সাংবাদিক সম্মেলন

হলধর দাস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে নৌকা প্রতীকে নির্বাচিত আওয়ামী লীগ নেতা ও নরসিংদী সদর আসনের বর্তমান এমপি লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর কর্মী সমর্থকরা সোমবার (৮ জানুয়ারি) বিকালে পরাজিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল এর কর্মী সমর্থক ও এজেন্টদের বাড়ী বাড়ী গিয়ে হামলা, ভাংচুর ও নির্যাতনের অভিযোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।

সোমবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুল এর নরসিংদী শহরের শাপলা চত্বরে তার কার্যালয় প্রাঙ্গনে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। 

সাংবাদিক সম্মেলনে নির্যাতিতরা বলেন, এমপি’র সমর্থক এসএম কাইয়ুম, শাহিদুর, আজিজ, আলমগীর মোল্লা, জেরিন এর নেতৃত্বে নৌকা প্রতীকের লোকজন ঈগল প্রতীকের সমর্থক শহরের পশ্চিম কান্দাপাড়ার রহিমা বেগম, শেফালী বেগম, রেশমি বেগম, মনি বেগম, মুক্তা বেগম, জোনায়েদ, জয়া বেগম, চৌয়ালা এলাকার চা-ঁদোকানী মারফত আলী এর উপর হামলা করেছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন এবং নরসিংদীর পুলিশ সুপার এর নিকট এ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। 

ঈগল প্রতীকের পরাজিত স্বতন্ত্র প্রাথী সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল সাংবাদিক সম্মেলনে জানান, করিমপুরসহ কয়েকটি কেন্দ্রে নৌকার সমর্থকরা জোরপূর্বক সীল মেরে তার পরাজয় নিশ্চিত করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন; তার প্রধান নির্বাচনী এজেন্ট শামীম নেওয়াজ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা এড. এএনএম জামান প্রমুখ।
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ