• নরসিংদী
  • বুধবার, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ;   ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী সদর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:১৯ পিএম
নরসিংদী সদর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নরসিংদী প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসারের আহ্বানে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সদর এসিল্যান্ড সিনথিয়া হোসেন, পিআইও মনিরুল ইসলাম, জেলা পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা হলধর দাস ও তারাপদ সাহা ভূষণ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা স¦াক্ষর চন্দ্র বণিক, জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা রবিউল ইসলাম রবি, জেলা জাতীয়তাবাদী মহিলা দলনেত্রী স্বপ্না আহমেদ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব মিঠু রঞ্জন ধর, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক রানা সাহা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি কাজল সাহা, যুগ্ম আহ্বায়ক সঞ্জয় ধর, যুগ্ম আহ্বায়ক কৃষ্ণধন সাহাসহ সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ। 

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরহস্তে নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে হবে। সভায় বিদ্যুৎ ব্যবস্থা সচল সহ প্রতিটি মন্দিরে পর্যাপ্ত সিসি ক্যামেরা ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার জানান, সদর উপজেলায় মোট ১০৪ টি মন্দিরে পূজা আয়োজন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্দিরের জন্য প্রথম পর্যায়ে ৫০০ কেজি করে চাউল বরাদ্ধ করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর বেলা ১১ টায় এ বরাদ্ধের চাউল বিতরণ করা হবে। অবশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ