
নরসিংদী প্রতিনিধি: দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহায়তায় “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে নরসিংদী সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ মোশাররফ হোসেন।
পিএফজি কোঅর্ডিনেটর হলধর দাস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সভাপতি আব্দুর রহমান ভূঞা, দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি কাজী আনোয়ার কামাল, এস এম খাইরুল আমিন, পিস অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হক, মোঃ মকবুল হোসেন, কে এম শহীদুল্লাহ, এড. রাজিয়া সুলতানা জুপি, পিএফজি সদস্য মোস্তাক আহমেদ ভূঞা, অধ্যক্ষ মোঃ নূর সাখাওয়াত হোসেন, দেলোয়ার হোসেন ভূঞা, মোঃ সলিমুল্লাহ ভূঞা, সাবেক শিক্ষা অফিসার এ কে এম শাহজাহান, সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন, খেলাফত আন্দোলনের জেলা আমীর মুফতি মোশারফ হোসেন, ফিরোজা বেগম প্রমুখ।