স্টাফ রিপোর্টার : নরসিংদী জেলার রায়পুরা ও বেলাব উপজেলার বিপুল সংখ্যক মানুষের দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবি নিয়ে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে।
গত ১২ নভেম্বর (বুধবার) রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এ আবেদন করা হয়।
আন্তঃনগর ট্রেন এগারোসিন্দুর প্রভাতী (৭৩৭) এবং এগারোসিন্দুর গোধূলী (৭৫০) এর মেথিকান্দা রেল স্টেশনে মাত্র দুই মিনিটের যাত্রাবিরতির দাবী জানিয়ে
এলাকাবাসী পক্ষে আবেদনপত্রটি জমা দেন সাবেক সেনা কর্মকর্তা এয়ার কমোডর (অব.) মো. খালিদ হোসেন।
আবেদনপত্রে বলা হয়েছে, মেথিকান্দা রেল স্টেশনটি রায়পুরা ও বেলাব দুটি উপজেলার কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ায় এটি এলাকার লক্ষাধিক মানুষের জন্য রেল যোগাযোগের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এই অঞ্চলের ছাত্রছাত্রী, রাজধানীমুখী চাকরিজীবী, এবং ব্যবসায়ীরা প্রতিনিয়ত ঢাকা ও কিশোরগঞ্জ রুটে যাতায়াত করেন। কিন্তু ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী এই দুটি দ্রুতগামী ও গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ মেথিকান্দা স্টেশনে না থাকায় স্থানীয় জনগণ এর সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছেন। বাধ্য হয়ে তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করে এবং সময় নষ্ট করে বাস বা অন্য যানবাহনে দূরবর্তী নরসিংদী কিংবা ভৈরব বাজার জংশন স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। এতে যাত্রীরা যেমন ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনি বাড়ছে যাতায়াত খরচ ও ঝুঁকি।
আবেদনে বলা হয়, এই দুটি আন্তঃনগর ট্রেন মেথিকান্দায় মাত্র দুই মিনিটের জন্য যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়, তবে শুধু স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগেরই অবসান হবে না, বরং সরকারি রাজস্বও বৃদ্ধি পাবে। আবেদনের গুরুত্ব বিবেচনা করে রেল কর্তৃপক্ষ দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে মনে করছেন এলাকাবাসী।