
হলধর দাস: নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় শীতলক্ষা নদী ও ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সাধারণ মানুষের জমি দখল করে বালু ভরাটের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার (২ আগস্ট) ডাঙ্গা বাজার এলাকায় ভূক্তভোগী কামরুজ্জামান ও তোফাজ্জল হোসেন নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, ডাঙ্গা বাজার এলাকায় প্রতিষ্ঠিত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। যার ফলে নদীর কিনাড়ের কৃষকদের তিন ফসলি জমি ধ্বংস হচ্ছে । নদী থেকে উত্তোলিত বালু দিয়ে স্থানীয় নিরীহ মানুষের জমি জোরপূর্বক ভরাট করে দখল করে নিচ্ছে। প্রতিবাদ করলে ফ্যাক্টরী মালিকের পেটুয়া বাহিনী দ্বারা সাধারণ মানুষ হামলা-মামলার শিকার হয়।
ফসলি জমি ভরাটে আইনগতভাবে সরকারি বাঁধা থাকলেও তারা এ বাঁধার কোনো তোয়াক্কা করছেনা। অভিযুক্ত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরি সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় দুইশত ভুক্তভোগী ও এলাকাবাসী অংশ নেয়।
তোফাজ্জল হোসেন বলেন, ‘নিয়মিত নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর পাড় ঘেষা ফসলি জমিগুলো হুমকির মুখে পড়ছে প্রতিনিয়ত। এছাড়া, উত্তোলন করা বালু আমার ফসলি জমিতে ফেলে তারা জমি ভরাট করে ফেলেছে। এতে তারা আমার কোনো অনুমতি নেয়নি। আমার এ জমি হাতছাড়া হলে আমাকে পথে বসতে হবে। আমি নিস্ব হয়ে যাবো।
মো. কামরুজ্জামান বলেন, আইনের আশ্রয় নিয়ে ১৪৫ ধারা জারি করানোর পরেও তারা জোরপূর্বক অন্যের জমি ভরাট করছে । অবাধে বালুও উত্তোলন করছে। আমরা প্রতিবাদ করলে তারা আমাদেরকে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে দিবে বলে হুমকি দেয়।
অবৈধভাবে বালু উত্তোলন এবং জমি ভরাটের বিষয়ে জানতে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু বক্কর সিদ্দিকী'র মুঠোফোনে বিকেলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখিত বিষয়ে এলাকাবাসী সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের শুভদৃষ্টি কামনা করেন।