• নরসিংদী
  • শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ;   ০১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ওয়ার্ড আ'লীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:২৬ পিএম
নরসিংদীতে ওয়ার্ড আ'লীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে কাদির মিয়া আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। রবিবার (২০ জুলাই) রাতে নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্র-জনতার হাতে আটক হওয়া ওই নেতা হলেন সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মান্নান মিয়ার ছেলে। সে ওই ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব আছেন। 

তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলার অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানায়, শেখ হাসিনার পতনের পর কাদির মিয়া  সাময়িক গা ঢাকা দেয়।  মাঝে মধ্যে তাকে কিছু সময়ের জন্য হাট-বাজারে দেখা যেত। রবিবার রাতে কাদির মিয়াকে সোনাতলা এলাকায় ঘুরতে দেখে ছাত্র-জনতা একত্রিত হয়ে তাকে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

শিক্ষার্থীরা জানায়, কাদির মিয়া গত  বছর বৈষম্য বিরোধী আন্দোলনে  ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নেন। শিক্ষার্থীদের হামলার ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

এ বিষয়ে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নোমান সিদ্দিকী তার আটকের বিষয়টি নিশ্চিত করে  বলেন,  আটককৃত কাদির মিয়া বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলা অভিযোগ রয়েছে। স্থানীয় ছাত্র-জনতা তাকে ধরে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে অন্যকোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ