স্টাফ রিপোর্টার: মৃত মায়ের মুখ শেষ বারের মতো দেখতে ও জানাযায় শরিক হতে আসা ইতালী প্রবাসীসহ নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
এঘটনায় আহত হয় আরও ২ জন। একই দিন সকাল ১০টার দিকে মনোহরদী উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন গরু বাজার এলাকায় ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে কভার্ডভ্যানের চাপায় সোহাগ মিয়া( ১৮) নামে কলেজ ছাত্র নিহত হয়েছে।
শিবপুরের ঘটনায় নিহতরা হলো, বাহ্মনবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার বাসিন্দা শাহজাহান মেম্বারের পুত্র ইটালী প্রবাসী শাহ আলম (৫০) এবং তার ভগ্নিপতি একই উপজেলার শামসু উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৪০) এবং মনোহরদীর ঘটনায় নিহত সোহাগ মিয়া মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দী গ্রামের অহিদ উদ্দিনের ছেলে। সে নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১৪ বছর যাবত স্ত্রী-সন্তান নিয়ে ইটালীতে বসবাস করতো শাহ আলম। বুধবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারনে শাহ আলমের মায়ে মৃত্যূ হয়। মায়ের মৃত্যূর খবর পেয়ে শেষ দেখা দেখতে ও দুপুরে জানাযায় অংশ নিতে ইতালি থেকে বৃহস্পতিবার সকালে বাংলাদেশে আসে শাহ আলম।
দেশে ফেরার পর বিমানবন্দর থেকে ভগ্নিপতি সেলিম মিয়া ও ভাগিনাসহ চারজন মাইক্রোবাস যোগে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। মাইক্রোবাসটি নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ইতালি প্রবাসী শাহ আলম মারা যায় এবং হাসপাতালে নেয়ার পর তার ভগ্নিপতি সেলিম মিয়ার মৃত্যু হয়। এই ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরো দুইজন আহত হয়।
ইটাখোলা হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আরিফুর রহমান জানান, বেলা ১২ টার দিকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মাইক্রোবাস ঘাসিরদিয়া এলাকায় পৌছলে বিপরতি দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়। মাইক্রোবাসের চালক এবং অপর যাত্রী নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে সকালে জেলার মনোহরদী গরুর বাজার এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় সোহাগ নামে এক কলেজ ছাত্রে মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চলমান এস.এস.সি পরিক্ষায় অংশ নেয়া পরিক্ষার্থী ছোট বোনকে পরিক্ষার কেন্দ্রে নামিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন গরু বাজার এলাকায় আসলে একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।
এসময় সে ছিটকে পড়ে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করে থানায় খবর দিলে , পুলিশ ঘটনাস্থলে এসে নিহত কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কাশেম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কাভার্ড ভ্যান আটক করা হলেও চালক পালিয়ে যায়।