হলধর দাস : নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোবারক হোসেনের পিতা আব্দুল খালেক (৮৫) শনিবার ভোরে শহরের বাসাইল গ্রামে তার বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতী—নাতনী, আত্মীয়—স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শহরের তরোয়াস্থ মাজার মসজিদ প্রাঙ্গনে তার ১ম জানাযা এবং ২য় জানাযা রায়পুরা উপজেলার নিলক্ষায় তার নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: নূরুল ইসলাম, নব—নির্বাচিত সভাপতি মাখন দাস, নব—নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মোস্তফা কামাল সরকার, হাবিবুর রহমান, মোর্শেদ শাহরিয়ার, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি খবিরুল ইসলাম বাবুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান ভূইয়া। পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে এডভোকেট ফারুক আহমেদ কাজল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।