স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রগতিশীল রাজনীতিবিদ কারা নির্যাতিত নেতা আবুল হাসিম মিয়ার ২৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার নরসিংদী স্টেশনরোডস্থ ঐক্য ন্যাপের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবুল হাসিম মিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, স্মৃতি সংসদের সদস্য সচিব নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, অধ্যক্ষ আমজাদ হোসেন, এড. মোবারক হোসেন, আতাউর রহমান ভূইয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত সহসভাপতি ও জেলা সুজন সম্পাদক হলধর দাস, প্রেস ক্লাবের সহ—সাধারণ সম্পাদক মো: সোহেল এস হোসেন, ঐক্য ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, কবি ও লেখক মহসীন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আরমান, ঐক্য ন্যাপ নেতা কালিপদ দাস, শিক্ষক নেতা সুভাষ দত্ত, সমাজসেবক শামসুল হুদা আনসারী, জনতা ব্যাংকের সাবেক এজিএম মো: ছানাউল্লাহ, শিক্ষক নেতা রঞ্জিত দেবনাথ, মিয়া মোঃ সাইফুদ্দিন (দিপু) প্রমুখ।
আবুল হাসিম মিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও শ্রম মানুষের জন্য অবদান রাখা ও মুক্তিযুদ্ধে তার বীরত্ব পূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়। অনুষ্ঠানের শেষে ৩৫ জন শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।