স্টাফ রিপোর্ট : নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের আগামী দুই বছর মেয়াদী (২০২৫- ২০২৭) সনের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের শিবপুর প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশের কন্ঠের শিবপুর প্রতিনিধি মাহবুব খান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোমেন খান (দৈনিক আমাদের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভুইয়া (সাপ্তাহিক নরসিংদীর সময়), কোষাধ্যক্ষ ইলিয়াস হায়দার ( দৈনিক তৃতীয় মাত্রা), ক্রীড়া সম্পাদক মোঃ ডালিম খান (ডেইলি মর্নিং গ্লোরী), প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি (দৈনিক নরসিংদীর নবকন্ঠ), দপ্তর সম্পাদক মোঃ রাসেল মিয়া (দৈনিক নরসিংদী সারাদিন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাছুম মিয়া (দৈনিক গ্রামীণ দর্পণ), নির্বাহী সদস্য নুরুল ইসলাম নূরচান (দৈনিক ইনকিলাব) ও খন্দকার আমির হোসেন (সাপ্তাহিক বাংলার প্রতিচ্ছবি)।
গত ২৯ ডিসেম্বর সোমবার সকালে শিবপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম।
সভায় ২০২৩- ২০২৫ সনের কমিটির মেয়াদ ২৯/১২/২০২৫ তারিখে শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়। পরে উক্ত সভায় ২০২৫ - ২০২৭ মেয়াদের আগামী দুই বছরের জন্য শিবপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।