স্টাফ রিপোর্টার : নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ওপুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামস্থ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করা হয়। সেই সাথে প্লে শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত মেধা তালিকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানটি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার ছেলেমেয়েদের প্রকৃত শিক্ষা শিক্ষিত করে তোলার প্রতিশ্রুতি বদ্ধ হয়ে প্রতিষ্ঠা করা হয়। হাটি হাটি পা পা করে প্রতিষ্ঠানটি ১১ পেরিয়ে সফলতার সাথে ১২ বছরে পদার্পণ করতে চলেছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক করে তোলা হয়। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার যেসব দিকগুলো হাতে কলমে শিক্ষা দেওয়া হয় সেগুলোর মধ্যে রয়েছে পবিত্র কোরআন ছবক ও তবে জানাজান নামাজ পড়াতে হয় সে বিষয়ে শিক্ষা দেওয়া হয়। এছাড়াও ধর্মীয় শিক্ষার অন্যান্য দিকসহ ছাত্র শিক্ষার্থীদের আচার-আচরণগত নৈতিক শিক্ষা প্রদান করা হয়।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল কনসালটেন্ট ডা. মো. জসিম উদ্দিন সরকার, নরসিংদী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাবিকুন্নাহার রোজি, ফকির টেক্সটাইলের মো. ইউনুছ ফকির এম.ডি, চিনিশপুর গ্রামের বিশিষ্ট ঢ়সমাজ সেবক ও শিক্ষানুরাগী বিল্লাল হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু ছিদ্দিক (মিলন)।
নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজে সিনিয়র শিক্ষক খন্দকার ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহ জামান বাপ্পী। এসময় কয়েকজন অভিভাবক বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষ পর্যায়ে ফলাফল ঘোষণা করা। এ সময় প্লে শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়। এ সময় মেধা তালিকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে।