স্টাফ রিপোর্টার : সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে বেতনের অর্ধেক টাকা শিক্ষা খাতে ব্যয় করবেন বলে ঘোষণা দিয়েছেন নরসিংদী-১ সদর আসনের গণধিকার পরিষদের ট্রাক প্রতীকের কান্ডারি এড. শিরিন আক্তার শেলী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনপূর্বক ইশতেহারে এ ঘোষণা করেন তিনি। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে তার নিজস্ব বাসভবন ও দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি তার এলাকার ভোটারদের উদ্দেশ্যে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
তিনি নির্বাচনী ইশতেহারে জয়ী হতে পারলে এলাকার মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজগুলোকে ১২ টি বিষয় উল্লেখ করে স্ববিস্তারে বর্ণনা করেন। দীর্ঘ ৭ পৃষ্ঠার নির্বাচনী তিনি যে বিষয়গুলো তুলে ধরেন সেগুলো হলো-
> জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হলে নরসিংদী সদরের ব্যবসায়ী মহলের কল্যাণে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সে কথা তুলে ধরেন।
> টেন্ডার কমিশন ও উন্নয়ন গল্প নিয়ে ইশতেহারে ভিত্তিক মন্তব্য করে টেন্ডারবাজি বন্ধে তিনি কি কি প্রদক্ষেপ নিবেন সেগুলো তুলে ধরেন।
> তিনি এলাকা ভিত্তিক উন্নয়ন ব্যবস্থা নেওয়ার কথা জানান।
> তিনি তার নির্বাচনী ইশতেহারে সনাতন ধর্মালম্বীদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
> মাদ্রাসা ও এতিমখানার মানোন্নয়নে করার পাশাপাশি এগুলোর জন্য ফান্ডিং এর ব্যবস্থা করার কথা জানান।
> উন্নয়ন ও সমাজের নারীর অধিকার বাস্তবায়নের কথা তুলে ধরেন।
> নরসিংদী জেলা স্টেডিয়াম উন্নয়ন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরীর উদ্যোগ নিবেন বলে কথা জানান।
> তিনি দেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রবাসী নাগরিক সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার কথা জানান।
> নরসিংদী রেলওয়ে স্টেশন ও এর আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ মানবিক পুনর্বাসনের কথা জানান।
> কৃষি নির্ভর নরসিংদী জেলার কৃষকদের জন্য তাদের উৎপাদিত কৃষি পণ্যে ন্যায্য মূল্য পায় সেজন্য আধুনিক কোল্ড স্টোরেজ আপন করে বিভিন্ন শাকসবজি পচন জাতীয় ফসল অল্প খরচে লক্ষণের ব্যবস্থা করবেন।
> শিক্ষার নগরী হিসেবে নরসিংদীর ব্যাপক পরিচিতি রয়েছে। তাই শিক্ষা ক্ষেত্রে প্রসারের জন্য তিনি নানাবিধ পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। > সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি তার বেতনের ৫০ ভাগ সরাসরি শিক্ষাবৃত্ত তহবিলে বলে জানান।
নরসিংদী-১ (সদর) আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হয়ে ট্রাকপ্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় অংশ নিতে জেলার এই নারী নেত্রী তার নির্বাচনী ইশতেহারে ওই ১২ টি বিষয়ে ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও তিনি জনগণের মুখাপেক্ষা হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, 'বছরে নয় বরং ৩ মাসে একবার জনতার আদালতে হাজির হয়ে এলাকার সাধারণ মানুষের মুখোমুখি হবেন তিনি। এলাকার জনগণ যদি চায় তবে তার বিরুদ্ধে গণভোটের ব্যবস্থা করতে পারেন। জনগণের কাছে দেওয়া কোন প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হলে এর জন্য তিনি ক্ষমা চাওয়ার পাশাপাশি আইনের দায়ও মাথা পেতে নিবেন বলে জানান তিনি।
তিনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে এমপির অর্থাৎ তার অফিস ২৪ ঘন্টা খোলা থাকবে। তার অফিস হবে সকলের অফিস যেখানে কোন দালাল থাকবে না।
তাছাড়া তিনি বলেন একজন সংসদ সদস্য হিসাবে তিনি সরকার থেকে যে বাজেট আনবেন সেই টাকার হিসেব না লুকিয়ে কোন কাজের জন্য কত টাকা বরাদ্দ এনেছেন সেটা জনগণের সামনে তুলে ধরবেন। এই টাকা তার নয় জনগণের।
প্রেস বিফিং শেষে তিনি নরসিংদী-১ (সদর) আসনের সাধারণ জনগণ ও ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।
উল্লেখ্য, এডভোকেট শিরিন আক্তার শেলী নরসিংদী জর্জ আদালতে দীর্ঘদিন ধরে আইন পেশার নিয়োজিত রয়েছেন। একজন প্রতিবাদী নারী হিসেবে জেলায় রয়েছে তার সুখ্যাতি। যেখানেই অন্যায় এখানেই ছিল তার প্রতিবাদ। ২৪ এর গণ আন্দোলনে তিনি সম্মুখ সারিতে থেকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তিনি ও তার ছেলে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সে সময় আহত হয়েছিলেন। তিনি বর্তমানে নরসিংদী জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পাবলিক প্রকিউটরের দায়িত্ব পালন করে আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী- (সদর) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হয়ে ট্রাক প্রতীক ভোটের লড়াইয়ে লড়বেন