হলধর দাস।। নরসিংদী শহরে মন্টি দত্ত (৩৫) নামের এক যুবককে চার দফা পিটিয়ে হত্যা করেছে বলে নিহতের বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রোববার(৬ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত দেড় ঘণ্টা সময়ের মধ্যে পৃথক দুই এলাকায় তাঁকে মারধর করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাত আটটার দিকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্টি দত্ত নরসিংদী শহরের উত্তর কান্দাপাড়া পাতিলবাড়ি রোড এলাকার মৃত নিরঞ্জন দত্তের ছেলে। একসময় মুঠোফোনে রিচার্জের ব্যবসা করলেও সম্প্রতি তিনি বেকার ছিলেন। তার ১০ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বেকারত্ব ও মাদক সেবন নিয়ে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ ছিল নিয়মিত ঘটনা। সংসার চলত স্ত্রীর উপার্জনের টাকায়। স্ত্রী একটি প্রাইভেট ক্লিনিকে চাকুরী করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দফায় দফায় মারধরের অভিযোগ উঠেছে যাঁর বিরুদ্ধে, তাঁর নাম ফকরুল ইসলাম (৩৫)। মন্টি ও ফকরুল সব সময় একসঙ্গেই চলাফেরা করতো। মারধরে সরাসরি অংশ নিয়েছে ফকরুলের সহযোগী স্থানীয় ১০/১২ জন যুবক।
নিহত মন্টির পরিবারের সদস্য ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, রবিবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে শাকিল নামের এক যুবকের সঙ্গে মন্টির কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শাকিল ওই সময় মন্টিকে কয়েকটি চড় থাপ্পর দেয়। মন্টি বাজিরমোড় এলাকার মদের পাট্টা (বাংলা মদ বিক্রয় কেন্দ্র) থেকে একাধিকবার মদ্য পান করেছিল বলে তার এক বন্ধু জানায়।
পরে সন্ধ্যা ছয়টার দিকে পাশের একটি দোকানে কাবাব খাওয়ার সময় সকালে ঘটে যাওয়া ঘটনার বিষয় নিয়ে ফকরুলের সংগে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে ফকরুল মন্টির পরনের শার্ট টেনে ছিঁড়ে ফেলে। এতে মন্টি উত্তেজিত হয়ে ফকরুলকে গালিগালাজ শুরু করেন।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত লোকজন তাদের দুজনকে সেখান থেকে দুই দিকে সরিয়ে দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
অল্প কিছুক্ষণের মধ্যেই ফখরুল তার সঙ্গীয় ১০/১২ জনকে নিয়ে আবার মন্টিকে একা পেয়ে ব্যাপরোয়া মারধোর করে। এতে মন্টি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। নেশাক্ত মন্টি এলাকায় ফিরে স্থানীয় একটি রেস্টুরেন্টের সামনে বসে ছিলেন। ওই রেস্টুরেন্টের সামনেই পুনরায় ফখরুল তার সহযোগিরা মন্টিকে দেখে তৃতীয় দফায় মারধর করে। সেখান থেকে পালিয়ে মন্টি নিজের এলাকা পাতিলবাড়ি রোডে চলে যায়। প্রতিশোধ নিতে মন্টি লোক জড়ো করছেন এমন খবর পেয়ে ফকরুল ও তার সহযোগিরা পুনরায় পাতিলবাড়ি গলি রোড এলাকায় গিয়ে তাকে চতুর্থ দফায় বেধরক মারপিট করে।
নিহত ব্যক্তির স্ত্রী তৃণা দত্ত সাংবাদিদের বলেন, রাত পৌনে আটটার দিকে খবর পেয়ে তার স্বামী মন্টি দত্তকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। রবিবার রাত আটটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লোপা চৌধুরী সাংবাদিকদের বলেন, ওই যুবককে জ্ঞানহীন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার লাশ রাতেই হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, 'দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।'
এব্যাপারে নিহতের শশুর বিদ্যুত ভৌমিক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, লাশের পোস্টমর্টেম হয়েছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। আজ(৭ মার্চ সোমবার) মামলা রুজু করবো।