রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের মতলেব ভূইয়া শপিং কমপ্লেক্স মার্কেটে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতু’র সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন। দোয়া মাহফিল পরিচালনা করেন ছাত্রদল নেতা সামসুল রহমান জয়।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অলিপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মুখতার, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল বাসেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহামেদ চৌধুরী মানিক, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।