মকবুল হোসেন: সবুজ আন্দোলনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা, বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার ( ১ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় সবুজ আন্দোলন নরসিংদী জেলা শাখার উদ্যোগে শেখেরচর যুবনগরে এ উপলক্ষ্যে আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ৫ শতাধিক ফলজ বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়।
সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটির সভাপতি ও মেসার্স আল-আমিন ফেব্রিকস্ এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল-আমিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেসার্স সাকিব ফেব্রিকস্ এর এমডি ও সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটি উপদেষ্টা শেখ মোহাম্মদ সেলিম আহমেদ।
সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ সেলিম আহমেদ বলেন, গৃহায়ণ ও শিল্পায়নের অসম প্রতিযোগিতায় অবাধে বৃক্ষ নিধনের ফলে পরিবেশ আজ হুমকির মুখে পড়েছে। তাছাড়া কলকারখানার দূষিত বর্জ্যে দেশের নদ নদীর পানি দুষিত হয়ে বিভিন্ন পানিবাহিত রোগ সৃষ্টির পাশাপাশি বন্যা, জলোচ্ছ্বাস, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও ঘুর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। গাড়ি ও কলকারখানার কালো ধোঁয়ায় বায়ু দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে ফলে ষড়ঋতুর বাংলাদেশ আজ তার ঋতু বৈচিত্র হারিয়ে দুই ঋতুর দেশে পরিণত হচ্ছে।
তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের ধারা অব্যাহত রাখতে বৃক্ষরোপণ তথা সবুজায়নের বিকল্প নেই। আগামী প্রজন্মকে একটি সবুজ ও মায়াময় দেশ উপহার দিতে সবুজ আন্দোলনের যুগোপযোগী আন্দোলনে শরীক হয়ে প্রত্যেকে বৎসরে অন্তত তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দেন এবং পরিবেশের বিপর্যয় রোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সবুজ আন্দোলন নরসিংদী জেলা কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল-আমিন চৌধুরীর সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে এসময় সংগঠনের উপদেষ্টা মকবুল হোসেন, সহ-সভাপতি আমির হোসেন বকুল, আফরোজা সুলতানা মিনা, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রাফিসহ সবুজ আন্দোলন নরসিংদী জেলা শাখা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।