• নরসিংদী
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রভাবশালী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫০ পিএম
শিবপুরে রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে প্রভাবশালী
রাস্তায় বাঁশের বেড়া

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর পৌরসভার বাজনাব দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তার মাঝখানে বাশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ওই এলাকার প্রভাবশালী আব্দুল গফুর ভূঁইয়া ও তার ভাই বিল্লাল ভূঁইয়া। তারা একই গ্রামের মৃত আফসার উদ্দিন ভূঁইয়ার ছেলে। 

এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি পরিবারের সদস্যদের। বুধবার (১৬ নভেম্বর) সরে জমিনে গিয়ে জানাগেছে, শিবপুর পৌরসভার বাজনাব দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন পাকারাস্তার পরে বিশাল বাঁশ-বাগানের নিচে যাতায়াতের মাটির রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে  চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বেসকয়েকটি পরিবারের ।

এ ঘটনায় এলাকায় সামাজিকভাবে কয়েক দফা আলোচনা করে আব্দুল গফুর ভূঁইয়া ও তার ভাই বিল্লাল ভূঁইয়া তা না মানায় এলাকাবাসীর পক্ষ থেকে পৌর প্রশাসকের নিকট অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে আব্দুল গফুর ও তার ভাই বিল্লাল জানান, আমারা রাস্তায় বেড়া দেয়নি।  রাস্তার জন্য তিন ফুট ছেড়ে আমাদের জমির ওপরে বেড়া দিয়েছি।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর জানান, 'রাস্তায় বাঁশের বেড়া দিয়ে রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। যেহেতু রাস্তাটি ব্যক্তি মালিকানা তাই সামাজিকভাবে বসে সমাধান করার জন্য বলেছি।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ