
হলধর দাস : মঙ্গলবার নরসিংদী সরকারি কলেজ ও নরসিংদী সরকারি মহিলা কলেজের শিক্ষকগণ পাঠদান বর্জন করে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালন করছেন।
গত সোমবার ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক কর্মকর্তা, নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদ, টিচার্স লাউঞ্জ ভাংচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং শিক্ষা ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দাবির প্রেক্ষিতে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এ কর্নসূচি পালন করছে। নরসিংদী সরকারি কলেজ ও নরসিংদী সরকারি মহিলা কলেজের শিক্ষকগণ পৃথক পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন।