
মকবুল হোসেন : গতকাল রাতে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাধবদীর বিশিষ্ট ব্যাবসায়ী শিল্পপতি আসাদ হোসেন ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে কালে তিনি স্ত্রী, ৭ মেয়ে ১ ছেলে ভাই বোন নাতি নাতনি সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৮ অক্টোবর বাদ আছর তার জানাযা নামাজ বিবিরকান্দি পার্ক মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুল কবির খোকন, বাংলাদেশ জামাতে ইসলামির নেতা ইব্রাহিম ভুঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু সালেহ চৌধুরী, মাধবদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ ইলিয়াস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম, পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম, ইসরাফিল হোসেন, মরহুমের পুত্র আরিফ হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। জানাযাশেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।